মুভি এক্সপ্লেইন

হ্যালো বন্ধুরা আজকে আমরা এক্সপ্লেইন করব 2014 সালে মুক্তি পাওয়া ইংলিশ রোমান্টিক মুভি জেলবিড সিনেমাকে।

যেখানে এক সুন্দরী মেয়ে এনাকে তার বাবার খুনের দায়ে জেলে নেওয়া হয় এবং জেলের সবাই তার সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে তাদের থেকে বাঁচার জন্য হেনা কি করে এবং কীভাবে তাদের থেকে মুক্তি পাবে এইটাই এই সিনেমাটিতে দেখানো হয়েছে।


আপনি যদি 18 প্লাস মুভি দেখতে ভালোবাসেন বা পছন্দ করেন তাহলে এই মুভিটি একদম পারফেক্ট একটি মুভি হবে আপনার জন্য। 


মুভিটির আইএমডিবি রেটিং হলো 10 এর মধ্যে 4.8 তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলেন আজকের ভিডিও টা শুরু করা যাক।


মুভির শুরুতে আমরা একটি সুন্দরী মেয়ে এনাকে দেখতে পাই যে তার রুমে বসে গিটার বাজাতে ছিল হঠাৎই তার বাবা তার রুমে এসে এনাকে মারধর করতে শুরু করে এবং একপর্যায়ে সে এনাকে জোর করতে থাকে ইন্টিমেট হওয়ার জন্য তখন এ না নিজেকে বাঁচানোর জন্য তার বাবাকে জোরে এক ধাক্কা দেয় এবং তার বাবার মাথা একটি ধারার বস্তুর ওপর পড়ে এবং তার বাবা ওইখানেই মারা যায়।


এরপরে পুলিশ এসে এনাকে অ্যারেস্ট করে নিয়ে যায় এরেস্ট করার একদিন পরে পুলিশ তাকে আদালতে নিয়ে যায়। তখন আদালতের যশ তাকে জিজ্ঞাসা করে সে কেন তার বাবাকে খুন করেছে? 


তখন এনা জজকে বলে তার বাবা তার সাথে জোড় করে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে তাই সে নিজেকে বাঁচানোর জন্য তার বাবাকে ধাক্কা দেয় এবং দুর্ঘটনার ফলে তার বাবা মারা যায়। 


ওই আদালতে এনার মাও থাকে এবং এনার মা তার বিরোধিতা করে সে আদালতে বলে যে তার বাবার চরিত্র খুবই ভালো ছিল এবং সে ইচ্ছে করেই তার বাবাকে খুন করেছে আরে এনা যা কিছু বলছে সবকিছুই মিথ্যা। 


এনার মায়ের সাক্ষীর ওপর ভিত্তি করে আদালত তাকে চার বছরের জেল এর শাস্তি দেয় এবং এনাকে একটি ওমেন কারাগারে নিয়ে যায় আর ওই কারাগারে কয়েদিদের দুই ভাগে ভাগ করা হয়েছিল একটি ছিল হোয়াইট গ্রুপ এবং অন্যটি ছিল ব্লাক গ্রুপ। 


হোয়াইট গ্রুপের লিডারের নাম ছিলো কডি এবং ব্লাক গ্রুপের লিডারের নাম জই। আর এই জেলের প্রধান অফিসারের নাম ছিল ফ্রান্ক, ফ্রান্ক আজকে যেই নতুন কয়েদিরা কারাগারে এসেছে তাদেরকে সবকিছু বুঝিয়ে দিয়ে যার যার রুমে তাদেরকে পাঠিয়ে দেয়।


এনার রুমে জিনি নামে একটি মেয়ে ছিল যে অনেকদিন ধরেই এই জেলে বন্দি ছিল পরের দিন সকালে যিনি এনার দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং সে নিজে নিজেই আংগুল দিয়ে মজা নিতে থাকে  তার মানে এ জিনি ছিল লেসবিয়ান কিন্তু এনা এইটার কিছুই বুঝতে পারে না। 


সে তার রুম থেকে বাইরে বের হয়ে আসে। তখন হোয়াইট গ্রুপের প্রধান কডি তার কাছে এসে তার গ্রুপে তাকে জয়েন হতে বলে এবং গ্রুপে জয়েন হলে কডি তাকে সিকিউরিটি দিবে এবং তার সকল সমস্যায় কডি তাকে সাহায্য করবে। তবে এনা এই প্রস্তাবে না' করে দেয়। 


যার ফলে কডি নিজের কাছে ইনসাল্ট ফিল করে এবং গ্রুপের সকলকে নিয়ে এনার ওপর নির্যাতন করতে থাকে। এরপর এনা যখন তার রুমে জেনির কাছে আসে তখন জেনি তাকে সান্ত্বনা দেওয়ার বাহানায় তাকে সেক্সুয়ালি সিডিউল করে এবং এনাও নিজেকে কন্ট্রোল না করতে পেরে কার সাথে ইন্টিমেট হয়ে যায়।


 পরের দিন ব্লাক গ্রুপের প্রধান জয়ী এর নজর পড়ে  এনার দিকে এবং জয়ী তাকে নানা বিষয়ে থ্রেট করে তখন এনা বুঝতে পারে এখানে থাকতে হলে অবশ্যই তাকে যেকোনো একটি গ্রুপে জয়েন হতে হবে তখন সে কডির এর গ্রুপের সাথে যুক্ত হয়। 


কডি এনাকে জয়ী সাথে ফাইট করার পরামর্শ দেয় তার সাথে খারাপ ব্যবহার এর বদলা নেওয়ার জন্য তখন এনা কডির কোথায় ইন্সপেয়ার হয়ে এনা গিয়ে জয়ীর সাথে ফাইট করে এদিকে কোডি তার কাছে থাকা একটি মোবাইল দিয়ে ওই ফাইটের ভিডিও রেকর্ডিং করে রাখে। 


মারামারি দেখে পুলিশ এনাকে নিয়ে একটি ঠান্ডা রুমের মধ্যে তাকে সম্পূর্ণ নেকেড করে একা বন্দি করে দেয় রুমটা ছিল প্রচুর অন্ধকার। 


পরের দিন জেলের প্রধান ফ্রাঙ্ক তাকে বলে তুমি যদি এই বন্ধ ঠান্ডা রুম থেকে মুক্তি পেতে চাও তাহলে তোমাকে আমার সাথে ইন্টিমেট হতে হবে যার ফলে আমি তোমাকে ওই ঠান্ডা এবং অন্ধকার রুম থেকে মুক্তি দিব 


যেহেতু এনার এখন কিছুই করার নেই তাই এনা তার কথায় রাজী হয়ে যায় এবং ফ্রান্ক তার সুযোগ নিয়ে তার সাথে ইন্টিমেট হয় এরপর ফ্রাঙ্ক এনাকে মুক্তি দেয় রুম থেকে এবং এনা তার নিজ রুম এ চলে আসে তখন জিনি এনাকে ড্রাগস দিয়ে তার সাথে আবারও ইন্টিমেট হয়। 


পরের দিন যখন জিনি এনার  থেকে বদলা নিতে আসে তখন দুই গ্রুপের মধ্যেই একটা ফাইট শুরু হয়ে যায় এরপর পুলিশ সেখানে চলে আসে এবং আগের বারের মত এবারও এনাকে দোষী মনে করে এবং ফ্রান্ক তাকে আবার ব্ল্যাকমেইল করে এবং তার সাথে আবার ইন্টিমেট হয়। 


তখন এনা তার ওপর নির্যাতন আর সহ্য না করতে পেরে সে বিভিন্ন ধরনের ড্রাগস নিতে থাকে তখন কডি তাকে বুঝায় যে সে যদি এই ড্রাগস কন্টিনিউ নিতে থাকো তাহলে তার মৃত্যু হতে পারে কিন্তু এনা কডির কথা শুনে না তখন কডি তাকে তার গ্রুপ থেকে বাদ দিয়ে দেয়। 


এই সুযোগ নিয়ে যিনি  তার দলবল নিয়ে এসে এনাকে নেকেড করে প্রচুর মারধর করে এরপর এনা যখন আবার ড্রাগস নিতে যায় তখন কডি এনাকে বাধা দেয় এবং এনার সাথে কডির হাতাহাতি শুরু হয়ে যায়।


এবারও তখন পুলিশের সাথে ফ্রন্ক ও চলে আসে তখন এনা তার গলায় একটি ধারালো পাথর নিয়ে তাদেরকে বলে তাকে যদি ড্রাগস না নিতে দেয় তাহলে সে সুইসাইড করবে। 


তখন সুযোগ বুঝে কডির হাত থেকে ওই পাথরটি নিয়ে নেয় এবং এনাকে শাস্তি দেওয়ার জন্য ফ্রান্ক তাকে আবার ওই রুমের মধ্যে বন্ধ করে দেয় ৭ দিনের জন্য।


এনা এই নির্যাতন সহ্য করতে পেরে না একদিন এনাকে খাবার দেওয়ার পরে সে তার খাবারের প্লেট ভেঙ্গে তার নিজের হাত কেটে সুইসাইড করতে যায় তখন একজন পুলিস ঠিক সময়ে এনাকে দেখে তাকে বাঁচিয়ে নেয় এবং তাঁকে জেলের হসপিটালে ভর্তি করে। 


হসপিটাল থেকে এসে এনা তার হাতে থাকা করডির গ্রুপের ট্যাটু রিমুভ করে দেয় যার ফলে এই বিষয়টা যখন কডি জানতে পারে তখন কডি তার গাল কেটে দেয় পরে এনাকে আবার হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে ফ্রান্ক এনাকে দেখতে এসে এনার বিভিন্ন জায়গায় স্পর্শ করে যা ওই ডাক্তার দেখতে পায়।


ওই ডাক্তার মেয়েটির যখন এনার কাছে ফ্রাঙ্ক এর সম্পর্কে জানতে চায় তখন হেনা ওই ডাক্তার মেয়েটিকে সব কিছু বলে দেয় যে ফ্রান্ক তার অসহায়তার সুযোগ নিয়ে তার সাথে প্রতিদিন ইন্টিমিট হয়।


তখন ডাক্তারেরও ফ্রাঙ্ক এর ওপর প্রচুর রাগ হয় এবং তার বিরুদ্ধে অ্যাকশন নিতে চায় কিন্তু ফ্রাঙ্ক ইতিমধ্যেই সিসিটিভি ক্যামেরায় সবকিছু দেখছিল এবং ফ্রাঙ্ক তার ক্ষমতার ব্যবহার করে ওই ডাক্তার কে মেরে ফেলে। 


তারপর আমরা জানতে পারি কারাগারে প্রতিবছরই একটি অনুষ্ঠান হয় যে অনুষ্ঠানে কয়েদিরা পার্টিসিপেট করে তখন ফ্রাঙ্ক এনার কাছে এসে এনাকে ওই পার্টিসিপেট অংশগ্রহণ করতে বলেন যেহেতু এনা খুব ভালো গিটার বাজাতে পারে তার জন্য। 


কিন্তু এনা রাজি হয় না তখন ফ্রাঙ্ক এনাকে বলে তুমি যদি রাজি না হও তাহলে ডাক্তার এর খুন এর জন্য আমি তোমাকে ফাসিয়ে দেবো যার ফলে তোমার শাস্তি আগের থেকেও বেড়ে যাবে আর তুমি যদি আমার কথা শোনো তাহলে আমি তোমার শাস্তি কমানোর ব্যবস্থা করে দেব।


তখন এনা রাজি হয়ে যায় আর এই মুহূর্তটিকে সেলিব্রেট করার জন্য ফ্রাঙ্ক আবারো এনার সাথে ইন্টিমেট হয়। 


ইভেন্ট শেষে এনা জিনের কাছে এসে সবকিছু খুলে বলে যে তাকে ফ্রান্ক কথা দিয়েছে সে তাকে খুব শীঘ্রই মুক্তি দিবে, তখন যিনি এনাকে বলে তোমাকে মুক্তি করে তার কোন ফায়দা নেই বরং তুমি যদি জেনে থাকো তাহলেই ফ্রাঙ্কের বেশি সুবিধা কারণ সে তোমাকে ভোগ করতে পারবে।


 তখন এনা বিষয়টা বুঝতে পেরে  কডির কাছে যায় ফ্রান্কে ফাঁসানোর জন্য কারণ এনার কাছে একটি মোবাইল আছে যেটা দিয়ে সে নেক্সট টাইম ফ্রান্ক সাথে ইন্টিমেট হওয়ার সময় ভিডিও রেকর্ড করে রাখবে তখন কডি ও তার প্রস্তাবে রাজি হয়ে তাকে মোবাইলটি দিয়ে দেয়।


 এর কিছুদিন পরে ফ্রান্ক আবার যখন এনাকে জোর করে তার সাথে ইন্টিমেট হয় তখন এনা সেটি ভিডিও রেকর্ড করে রাখে।


 এর কিছুদিন পরে জেলে একটি মিটিং এর আয়োজন হয় যেখানে কয়েদিদের পারফরমেন্সের উপর ভিত্তি করে কিছু কয়েদিদের মুক্তি করা হবে সেইখানে এনার নাম ও ছিল


 কিন্তু তার সুপারিশ ফ্রান্ক করে না সে তার বিরুদ্ধে কথা বলে যেরকম জিনি বলেছিল। তখন এনা সবার সামনে ওই ভিডিওটি প্রকাশ করে দেয় যার ফলে ফ্রান্কে বন্দী করা হয় এবং যত দ্রুত সম্ভব এনাকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দেয়। 


এনা কিছুদিনের মধ্যেই জেল থেকে মুক্তি পেয়ে যায়। এরপর মুভির একদম লাস্টে দেখানো হয় এনা একটি জায়গায় তার গিটার বাজিয়ে পারফরম্যান্স করছে এবং মুভিটি এখানেই শেষ হয়ে যায়। 


তো কমেন্ট বক্সে লিখে ফেলুন কেমন লাগলো আজকের মুভি এক্সপ্লেইনটি


 এরকম ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ।

Comments

Popular posts from this blog

হ্যালো আসসালামু